কবিতা লিখতে গেলে কেন শব্দ জানতে হবে?

কবিতা লিখতে গেলে শব্দ জানতে হবে। কারণ শব্দ দিয়েই কবিতা বানাতে হয়।
কবিরা একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে, মিলিয়ে কবিতা লেখেন। চোখে-বুকে স্বপ্ন আর শব্দের প্রতি ভালোবাসা তাঁদের কবিতা লিখতে অনুপ্রেরণা জোগায়। কবিতা লিখতে হলে শব্দের বর্ণ, গন্ধ, সুর, ছন্দ, রূপ, রং চিনতে ও জানতে হয়। কারণ শব্দের পর শব্দ বসিয়েই বানাতে হয় কবিতা। তাই কবিতা লিখতে হলে প্রথমেই জানতে হবে নানা রকমের শব্দ।

error: Content is protected !!