যার চোখে স্বপ্ন নেই সে কবি হতে পারে না – কেন?

কবি হতে হলে যেসব গুণের প্রয়োজন সেগুলোর বিবরণ দিতে গিয়ে লেখক এ কথা বলেছেন।
কবিতায় শব্দের মাধ্যমে হাসি-কান্না-রাগ প্রভৃতি নানা ধরনের ভাব ফুটিয়ে তোলা যায়। তবে এ ভাবগুলো ফুটিয়ে তোলার ক্ষেত্রে অবশ্যই মৌলিকত্ব থাকতে হবে। নানা রকম স্বপ্ন ব্যক্তির মনে নিয়ে আসে নতুন ভাবনা, ছন্দ ও রূপ। সেগুলো ছন্দোবদ্ধ হয়ে কবিতায় রূপলাভ করে।
তাই যার মধ্যে স্বপ্ন থাকে না সে কবি হতে পারে না।

error: Content is protected !!