পানি ভর্তি বালতি উলম্ব তলে ঘুরতে থাকলে তার পানি পড়ে যায় না কেন?

পানি ভর্তি বালতি উলম্ব তলে ঘুরাতে থাকলে উহার পানি পড়ে যায় না। কারণ বালতির ঘূর্ণনের কারণে উহাতে রক্ষিত পানির উপর কেন্দ্রমুখী বলের প্রতিক্রিয়া বল ক্রিয়া করে, যা পানিকে তার ওজনের বিরুদ্ধে ঊর্ধ্বদিকে টেনে রাখে। কাজেই বালতি সম্পূর্ণ উপুড় হওয়া সত্ত্বেও পানি পড়ে না।

error: Content is protected !!