লেখকের বারবার ছোটবেলার কথা মনে পড়ে কারণ লেখক তাঁর ছোটবেলায় দেখা জিনিসগুলো বুকের মধ্যে জমিয়ে রেখেছেন।
লেখক বলেন, ছোট থাকার সময়টা বেশ সুন্দর। তিনি ছোট সময়ের কথা স্মৃতিচারণ করে কবিতা লেখার অনুপ্রেরণা পান। লেখকের পুকুরপাড়ে দাঁড়িয়ে থাকা, একটি সাদা মাছের লাফ দিয়ে পানিতে ঢুকে যাওয়া, শাপলা ফুলে পানি লাল হয়ে যাওয়া, চড়ুই পাখির উড়ে যাওয়া – এ সবকিছুই কবিতা লেখার জন্য অনু্প্রেরণা জোগায়। এগুলো তার মনের মধ্যে ছবি হয়ে, রং হয়ে, সুর হয়ে রয়েছে। ছোটবেলার সুন্দর সময়ে এই বিষয়গুলো লেখককে কবিতা লিখতে বলে। আর এ কারণেই লেখকের বারবার ছোটবেলার কথা মনে পড়ে।