হযরত মুহাম্মদ (স.) আরববাসীদের কুসংস্কার থেকে মুক্তি পেতে জ্ঞানচর্চা করতে বলেছেন।
মহানবি (স.)-এর পুত্রের দিবসে একবার সূর্যগ্রহণ দেখা যায়। তখন লোকে বলাবলি করতে লাগল যে, হযরতের বিপদে প্রকৃতি শোকাবেশ পরিধান করেছে। তিনি তখনই এর প্রতিবাদ করে বলেন, আল্লাহর বহু নিদর্শনের মধ্যে দুটি চন্দ্র ও সূর্য। কারও জন্ম বা মৃত্যুতে চন্দ্র-সূর্যে গ্রহণ লাগাতে পারে না। তিনি তাঁদের কুসংস্কার দূর করতে জ্ঞানচর্চার ওপর জোর দিয়েছেন।