আরবে প্রচলিত সমাজব্যবস্থায় দাস ব্যবসায়ের অত্যাচারে জর্জরিত হয়ে মানবাত্মা যখন গুমরে মরছিল, মহানবি (স.) তখন সাম্যবাদের বাণী প্রচার করেছিলেন।
জগতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সাম্যবাদ প্রচার মহানবি (স.)-এর অন্যতম বিশেষ কাজ। তিনি গরিব-আমিরের ভেদ ঘোচাতে সাম্যের বাণী প্রচার করেছেন। চরম দুরবস্থার হাত থেকে দাসদের পরিত্রাণের জন্যও তিনি কাজ করেছেন। তিনি হাবশি গোলাম বেলালকে মুয়াযযিন হিসেবে নিযুক্ত করেছেন মানুষকে সালাতে আহবান করার জন্য। ধর্ম, বর্ণ, গোষ্ঠী প্রভৃতির ভেদ এবং মানুষে-মানুষে বিদ্বেষ ভাবকে তিনি ঘৃণা করতেন। তাই তিনি সমাজে সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেন।