“ভয় করছ কেন? আমি রাজা নই, কারও মুনিবও নই” – ব্যাখ্যা কর।

“ভয় করছ কেন? আমি রাজা নই, কারও মুনিবও নই”-এ কথা বলেছেন মহানবি হযরত মুহাম্মদ (স.)।
মহানবি হযরত মুহাম্মদ (স.) ছিলেন মানবতার গৌরব। ক্ষমা, উদারতা, ধৈর্য, সত্যবাদিতা ইত্যাদি মানবীয় গুণের আধার। মক্কা বিজয়ের পর তিনি একদিন সাফা পর্বতের পাদদেশে বসে বক্তৃতা করছিলেন। তখন একজন লোক তাঁর সামনে এসে ভয়ে কাঁপতে লাগল। মহানবি (স.) তাকে অভয় দেওয়ার জন্য এবং লোকটির মতো যারা মহানবি (স.)-কে ভয় পান তাদের তিনি প্রশ্নোক্ত কথাটি বলেন।

error: Content is protected !!