“হযরতের চরিত্রে সংমিশ্রণ হয়েছিল কোমল আর কঠোরের।”-ব্যাখ্যা কর।

হযরত মুহাম্মদ (স.) সত্যের সংগ্রামে ও অন্যায়ের বিরুদ্ধে ছিলেন বজ্রের মতো কঠোর আর সবার সঙ্গে তাঁর আচরণ ছিল কুসুমের মতো কোমল।
জন্ম থেকে মুত্যু পর্যন্ত হযরত মুহাম্মদ (স.) অনাড়ম্বর ও সহজ-সরল জীবনযাপন করেছেন। জীবনের কোনো অবস্থায়ই তিনি অন্যায়কে প্রশ্রয় দেননি; অসত্যের সঙ্গে আপস করেননি; মিথ্যা বলেননি। সত্যের সংগ্রামে তিনি ছিলেন বজ্রের মতো কঠোর আর পর্বতের মতো অটল। অন্যদিকে সবার সঙ্গে ব্যবহারে কোমলতা ছিল তাঁর চরিত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তিনি প্রীতির অন্ত ছিল না। বন্ধুবিয়োগে তিনি অশ্রুসিক্ত হতেন। এভাবেই “হযরতের চরিত্রে সংমিশ্রণ হয়েছিল কোমল আর কঠোরের।”

error: Content is protected !!