“এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো।” – কথাটির তাৎপর্য ব্যাখ্যা কর।

মহনবি হযরত মুহাম্মদ (স.) শত্রুর দ্বারা অত্যাচারিত হয়েও অত্যাচারীদের ক্ষমা করে দিয়ে আল্লাহর কাছে এ আর্জি জানান।
মহানবি হযরত মুহাম্মদ (স.) জীবনে কাউকে কড়া কথা বলেন নি; কাউকে অভিসম্পাত করেননি। মক্কায়, তায়েফে কাফেরদের অত্যাচারে জর্জিরিত হয়েও তাদের ক্ষমা করে দিয়েছেন। শুধু তা-ই নয়, তিনি মনে করতেন যারা তাঁকে নির্দয়ভাবে আঘাত করছে, ইসলামধর্মের প্রচারে বাধা সৃষ্টি করছে, তার পেছনে রয়েছে তাদের অজ্ঞানতা। এজন্য তিনি আল্লাহর কাছে তাদের জন্য জ্ঞান প্রার্থনা করেছেন। প্রশ্নোক্ত বাক্যে এ কথাই প্রকাশ পেয়েছে।

error: Content is protected !!