শহিদের রক্তের চেয়ে জ্ঞানসাধকের কলমের কালিকে অধিক গুরুত্বপূর্ণ বলার কারণ জ্ঞানের আলোয় মানুষের হৃদয় উজ্জ্বল হয়।
‘মরু-ভাস্কর’ প্রবন্ধে লেখক মহনবি (স.)-এর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেছেন। সেসব বিষয় ধর্মীয় চেতনা ও নৈতিকতার বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জ্ঞানচর্চার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাঁর মতে জ্ঞান যেন হারানো উটের মতো। তিনি তা খুঁজে বের করতে বলেছেন। মক্কায় এবং তায়েফে তার ওপর করা অত্যাচারীদের তিনি ক্ষমা করে বলেছেন “এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো”। জ্ঞান মানুষকে কৃসংস্কারে বিশ্বাস থেকে মুক্ত রাখে এবং হৃদয়কে উজ্জ্বল করে। এ কারণে তিনি জ্ঞানসাধকের কলমের কালিকে শহিদের রক্তের চেয়েও পবিত্র বলে অভিহিত করেছেন।