আঁ আঁ বলে কেঁদে দেয় লখা।’-কেন?

কাঁটার বিষের অসহ্য যন্ত্রণায় লখা আঁ আঁ বলে কাঁদে। একুশে ফেব্রুয়ারি শহিদ মিনারে ফুল দেবে বলে লখা ভোররাতে মায়ের কাছ থেকে ফ্রেব্রুয়ারি শহিদ মিনারে ফুল দেবে বলে লখা ভোররাতে মায়ের কাছ থেকে উঠে পড়ে। ধোঁয়া ধোঁয়া কুয়াশা, মস্ত নিচু খাদ, অন্ধকার বনজঙ্গল, ফুলগাছের কাঁটা- সবকিছু উপেক্ষা করে লখা শিশিরে ভেজা তুলতুলে, তুলোমিঠের মতো রক্তলাল ফুলের গুচ্ছ পেড়ে আনে। পথিমধ্যে তার পায়ে খচ করে কাঁটা ফুটে যায়। কাঁটার বিষের অসহ্য যন্ত্রণায় তাই সে আঁ আঁ শব্দে কেঁদে দেয়।

error: Content is protected !!