“এখন ওই উপরের এক থোকা ফুল তার পেড়ে আনা চাই।” – এই ফুল কার দরকার এবং কেন?

ওই উপরের এক থোকা ফুল শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্য লখার দরকার।
একুশের ভাষাশহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা অর্পণের জন্য লখা অনেক কষ্ট আর বাধা সহ্য করে ফুল তোলার জন্য গাছটার নিচে এসে দাঁড়ায়। গাছের মগডালে থাকা লাল টুকটুকে ফুলগুলোকে দেখে লখার নয়ন ভরে যায়। তাই এখন যেভাবেই হোক, সেই ফুলগুলো থেকে সে এক থোকা ফুল পেড়ে আনবেই।

error: Content is protected !!