‘জিতে গেছি আমি। গর্বে বুক ফুলে ওঠে লখার।’-কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?

ফুল নিয়ে লখা মাটিতে নেমে আসার পর মনে করে সে জিতে গেছে এবং গর্বে তার বুক ফুলে ওঠে।
লখা প্রতিদিন ফুটপাতে ঘুমায়। কিন্তু একুশে ফেব্রুয়ারির দিন সে খুব ভোরে মায়ের কাছ থেকে উঠে পড়ে। বনে একটি কাঁটাযুক্ত গাছে উঠে রক্তলাল ফুল তুলে আনে। কাঁটার আঘাতে তার সমস্ত শরীর রক্তাক্ত হয়ে যায় কিন্তু এতকিছুর পরও সে ফুল পেড়ে আনতে পেরেছে বলে নিজেকে জয়ী ও গর্বিত মনে করে।

error: Content is protected !!