মিনি কাবুলিওয়ালাকে দেখে ভয় পেয়েছিল কেন?

কাবুলিওয়ালার অদ্ভুত সাজ-পোশাক দেখে মিনি ভয় পেয়েছিল। কাবুলিওয়ালার পরনে ময়লা ঢিলা কাপড়, মাথায় পাগড়ি, ঘাড়ে ঝুলি আর হাতে গোটা দুই-চার আঙুলের বাক্স। তার ঝুলিটার প্রতিই ছিল মিনির ভয়। তার মনের মধ্যে একটা অন্ধবিশ্বাস ছিল যে, কাবুলিওয়ালার সেই ঝুলির মধ্যে তার মতো দু-চারটা জীবিত মানবসন্তান আছে। তাদের মতো বুঝি কাবুলিওয়ালা তাকেও ধরে নিয়ে যাবে। তাই সে ভয় পেয়েছিল।

error: Content is protected !!