কাবুলিওয়ালা মিনিকে পেস্তাবাদাম দিয়ে তার ক্ষুদ্র হৃদয়টুকু অধিকার করে নিয়েছে বলে মিনিকে পেস্তাবাদাম দেওয়াকে ঘুষ বলা হয়েছে।
পাঁচ বছর বয়সী মিনি প্রথম সাক্ষাতে কাবুলি ওয়ালাকে দেখে ভয় পেয়েছিল। লেখক মিনির অমূলক ভয় ভাঙানোর চেষ্টা করেন। পরবর্তী সময়ে মিনির সঙ্গে কাবুলিওয়ালার সখ্য দেখে লেখক অবাক হন। কারণ যে মিনি কাবুলিওয়ালাকে দেখে ভয় পেয়েছিল সে বেঞ্চির উপর বসে অনর্গল কথা বলছে আর কাবুলিওয়ালা হাসিমুখে তার কথা শুনছে। মিনির ক্ষুদ্র আঁচল বাদাম-কিশমিশে পরিপূর্ণ থাকা এবং প্রত্যহ তাদের সাক্ষাতের কথা ভেবেই মিনিকে কাবুলিওয়ালার পেস্তাবাদাম দেওয়াকে ‘ঘুষ’ বলা হয়েছে।