মিনি খেলা রেখে জানালার ধারে ছুটে গেল কেন?

কাবুলিওয়ালাকে ডাকার জন্য মিনি খেলা রেখে জানালার ধারে ছুটে গেল।

পাঁচ বছরের মেয়ে মিনি বাবার অতি আদরের। সে এক দণ্ড কথা না বলে থাকতে পারে না। তাদের ঘর ছিল পথের ধারে। সেই পথ দিয়ে হেঁটে যেত কাবুলিওয়ালা। যার পরনে ছিল ময়লা ঢিলা কাপড়, মাথায় পাগড়ি। ঘাড়ে ছিল ঝুলি। তার হাতে ছিল গোটা দুই-চার আঙ্গুরের বাক্স। প্রচণ্ড কৌতূহলবশত মিনি খেলা রেখে ঊর্ধ্বশ্বাসে সেই লম্বা কাবুলিওয়ালাকে ডাকতে ডাকতে জানালার ধারে ছুটে গেল।

error: Content is protected !!