অন্ধকার ঘরে টিভি দেখা উচিত নয় কেন?

অন্ধকার ঘরে টিভির তীব্র উজ্জ্বলতা চোখের ভিতর আলোর অভ্যন্তরীণ প্রতিফলন ঘটিয়ে চোখের অক্ষিপটকে ক্ষতিগ্রস্থ করে এবং টিভির পর্দার সৃষ্ট আলোর কম্পন প্রকট হয়ে চোখে পড়ায় চোখ শ্রান্ত হয় বলে অন্ধকার ঘরে টিভি দেখা উচিত নয়।

error: Content is protected !!