প্রাথমিক স্তরের শিশুদের প্রাক্ষোভিক বৈশিষ্ট্যগুলি কী?

প্রাথমিক শিক্ষা স্তরের প্রাক্ষোভিক বিকাশের বৈশিষ্ট্যগুলি হল-
ক) প্রাথমিক শিক্ষা স্তরে প্রক্ষোভ নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেখা যায়।
খ) প্রক্ষোভগুলি নির্দিষ্ট রূপ পায়।
গ) প্রক্ষোভ প্রকাশে বস্তু, পরিস্থিতির উপস্থিতি অপরিহার্য নয়।
ঘ) শৈশবকালের জন্তু থেকে ভীতি, উচ্চস্থান সম্পর্কে ভীতি ইত্যাদি দূর হয়।
ঙ) অবহেলা, পরিহাস, ক্রোধের কারণ হয়।
চ) আনন্দ, ভালোবাসা, কৌতূহল ইত্যাদি অধিক দেখা যায়।

error: Content is protected !!