পিয়াজেঁ মনে করেন যে, জন্মের পর শিশুর বৌদ্ধিক বিকাশ ঘটে প্রধানত ৪টি স্তরের মধ্যে দিয়ে। যথাঃ-
১) সংবেদন সঞ্চালনের স্তর (Sensory Motor Stage): 0-2 বছর।
২) প্রাক্-সক্রিয়তার স্তর (Pre-operational Stage): 2-7 বছর।
৩) মূর্ত সক্রিয়তার স্তর (Concrete operational Stage): 7-11 বছর।
৪) প্রথাগত সক্রিয়তার স্তর (Formal Operational Stage): 11 বছরের ঊর্ধ্বে।
এই স্তরগুলির প্রতিটিতে শিশুর জ্ঞানলাভের প্রক্রিয়ার কতকগুলি বৈশিষ্ট্য থাকে। এই প্রক্রিয়াকেই জ্ঞানমূলক বিকাশ বলা হয়।