ভাষাই হল যোগাযোগের সর্বাপেক্ষা উন্নত মাধ্যম। তাই শিশুর অন্যান্য বিকাশের পাশাপাশি ভাষার বিকাশও যাতে যথাযথ হয়। সেদিকে শিক্ষকের লক্ষ রাখা উচিত। ভাষার বিকাশের হার সম্পর্কে সঠিক ধারণা না থাকলে শিক্ষক এক্ষেত্রে শিশুকে সহায়তা করতে পারবেন না। এ ছাড়া ভাষার বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ রচনা করাও শিক্ষকের দায়িত্ব। ভাষার বিকাশে বেশ ত্রুটি বা অসংলগ্নতা দেখা দিলে তা দূর করে সঠিকভাবে শিশুকে সহায়তা করার জন্য শিক্ষকের ভাষার বিকাশ প্রক্রিয়া সম্পর্কে ধারণা থাকা উচিত।