আয়নিক বন্ধনের সীমাবদ্ধতা

আয়নিক বন্ধনের সীমাবদ্ধতা নিম্নরূপ –

১) কোনো আয়নিক বন্ধনই শতভাগ আয়নিক আয়নিক হয় না। প্রায় ক্ষেত্রেই আংশিক আয়নিক ও আংশিক সমযোজী হয়।

২) আয়নিক বন্ধনে একাধিক ইলেটকট্রন বর্জন বা গ্রহণের জন্য অত্যধিক শক্তির প্রয়োজন হয়। ফলে আয়নিক বন্ধনে উচ্চ চার্জযুক্ত আয়ন খুব কমই গঠিত হয়।

৩) অনার্দ্র ধাতব হ্যালাইডের ক্ষেত্রে দেখা যায় যে, ধাতব আয়নীকরণ শক্তির বর্গমূল 2.2 এর কম হলে বন্ধন আয়নিক হয়, কিন্তু শক্তি বেশি হলে বন্ধন সমযোজী হয়।

error: Content is protected !!