প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌহরের সদর দপ্তর হচ্ছে-

প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর জাপানের ইউকোসুকে অবস্থিত। এই নৌবহরে ৭০-৮০ টি যুদ্ধ জাহাজ, ৩০০টি যুদ্ধ বিমান এবং প্রায় ৪০,০০০ সেনা রয়েছে। গোয়ামে যুক্তরাষ্ট্রের একটি নৌঘাঁটি রয়েছে। সুবিক বেতে যুক্তরাষ্ট্রের নৌঘাঁটি ২০১২ সালে প্রত্যাহার করা হয়। অন্যদিকে হাওয়াই হলো যুক্তরাষ্ট্রের একটি রাজ্য এবং পার্ল হারবার হাওয়াই অঙ্গরাজ্যে অবস্থিত।

ক) ইউকোসুক
খ) হাওয়াই
গ) গোয়াম
ঘ) সুবিক বে

সঠিক উত্তর : ক) ইউকোসুক

error: Content is protected !!