ষষ্ঠ ঘাতের সূত্র কাকে বলে?

নদীর গতিবেগের সঙ্গে পরিবহণ ক্ষমতার সম্পর্ক বিশ্লেষণ করো।

নদীর বহন ক্ষমতা নির্ভর করে তার শক্তির ওপর। নদীর শক্তি নির্ভর করে নদীর গতিবেগ, জলের পরিমাণ এবং শিলাখণ্ডের আকৃতির ওপর। সুতরাং নদীর গতিবেগের সঙ্গে নদীর পরিবহণ ক্ষমতার যোগসূত্র নিবিড়। কোনো একটি নদী নির্দিষ্ট গতিবেগে নির্দিষ্ট পরিমাণ বস্তুভার বহন করতে পারে। পর্যবেক্ষণের মাধ্যমে দেখা গেছে, যদি নদীটির গতিবেগ দ্বিগুণ হয়ে যায় তাহলে তার পরিবহণ ক্ষমতা 26=64 গুণ বৃদ্ধি পায়। নদীর গতিবেগের সঙ্গে নদীর পরিবহণ ক্ষমতার এই অনুপাতকে বলা হয় ষষ্ঠ ঘাতের সূত্র (Sixth Power Law)। 1842 খ্রিস্টাব্দে W.Hopkins ষষ্ঠ ঘাতের সূত্রটি ব্যাখ্যা করেন।

error: Content is protected !!