জীবের প্রজনন | SSC জীববিজ্ঞান Notes

11.1  জীবে প্রজননের ধারণা ও গুরুত্ব

11.2  উদ্ভিদের প্রজনন

11.3  প্রাণীর প্রজনন

11.4  প্রজনন – সংক্রান্ত রোগ

প্রশ্ন ব্যাংক

জীবে প্রজননের ধারণা ও গুরুত্ব

  • প্রজনন কি?
  • পৃথিবীতে জীবের অস্তিত্ব বিলীন হয়ে যায় না কেন?
  • প্রজনন প্রধানত কয় ধরনের ও কি কি? ব্যাখ্যা কর।
  • সহবাসী উদ্ভিদ বলতে কি বোঝায়?
  • ভিন্নবাসী উদ্ভিদ বলতে কি বোঝায়?
  • কোন্ প্রক্রিয়ায় জীব তার ভবিষ্যৎ বংশধর সৃষ্টি করে বংশধারা রক্ষা করে?
  • জীবে প্রজননের গুরুত্ব ব্যাখ্যা কর।

উদ্ভিদের প্রজনন অঙ্গ-ফুল

  • উদ্ভিদের প্রজনন অঙ্গ হিসেবে ফুলের কাজ বর্ণনা কর।
  • সম্পূর্ণ ফুল কি?
  • একটি আদর্শ ফুলের কয়টি অংশ ও কি কি?

ফুলের বিভিন্ন অংশ

  • একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশের বিবরণ দাও।
  • একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশের চিহ্নিত চিত্র অংকন কর।
  • একটি গর্ভপত্রের কয়টি অংশ ও কি কি?
  • পুষ্পমঞ্জরি বলতে কি বোঝায়?

পরাগায়ন

  • পরাগায়ন বলতে কি বোঝায়?
  • পরাগায়ন কত প্রকার ও কি কি?
  • স্ব-পরাগায়ন ব্যাখ্যা কর।
  • পরপরাগায়ন ব্যাখ্যা কর।

পরাগায়নের মাধ্যম

  • প্রজননের প্রধান দুটো ধাপ কি কি?
  • পরাগায়নের মাধ্যম বলতে কি বোঝায়?
  • কিভাবে পরাগায়ন ঘটে ব্যাখ্যা কর।
  • পরাগায়নের মাধ্যমগুলোর সাহায্য পেতে ফুলের গঠনে কিছু পরিবর্তন লক্ষ করা যায় – ব্যাখ্যা কর।

গ্যামেটোফাইটের উৎপত্তি

  • পুং-গ্যামেটোফাইটের উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা কর।
  • স্ত্রী-গ্যামেটোফাইটের উৎপত্তির বিভিন্ন ধাপ চিত্রসহ ব্যাখ্যা কর।
  • সপুষ্পক উদ্ভিদের জীবনচক্র চিত্রসহ বর্ণনা কর।

নিষেক

  • জাইগোট কি?
  • নিষেক বলতে কি বোঝায়?
  • দ্বিনিষেক বলতে কি বোঝায়?
  • একটি নতুন স্পোরোফাইট গঠন পদ্ধতি বর্ণনা কর।
  • ফল কি?
  • প্রকৃত ও অপ্রকৃত ফল ব্যাখ্যা কর।
  • কিভাবে ফলের উৎপত্তি ঘটে?
  • নিষেক কয় ধরণের ও কি কি? ব্যাখ্যা কর।
  • বহিঃনিষেক ও অন্তঃনিষেকের মধ্যে পার্থক্য লিখ।
  • নিষেকের তাৎপর্য ব্যাখ্যা কর।

মানব প্রজননে হরমোনের ভূমিকা

  • মানব প্রজননে হরমোনের ভূমিকা আলোচনা কর।
  • মানবদেহে প্রজনন হরমোন নিঃসরণ করে এমন গ্রন্থিগুলোর নাম লিখ।
  • বয়ঃসন্ধিকাল বলতে কি বোঝায়?
  • বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের যেসব পরিবর্তন পরিলক্ষিত হয় সেগুলো লিখ।
  • মাসিক বা ঋতুস্রাব কি?
  • মেনোপজ বা রজনিবৃত্তিকাল বলতে কি বোঝায়?

ভ্রূণ

  • ভ্রূণকে ব্লাস্টোসিস্ট বলা হয় কখন?
  • গর্ভধারণ কি?
  • গর্ভাবস্থা কি?
  • অমরা কি?
  • ভ্রূণের বৃদ্ধি ও বিকাশ লাভে অমরার গুরুত্ব ব্যাখ্যা কর।
  • ভ্রূণের বৃদ্ধি ও বিকাশ চিত্রসহ আলোচনা কর।

প্রজনন সংক্রান্ত রোগ

  • AIDS এর পূর্ণরূপ লিখ।
  • HIV এর পূর্ণরূপ লিখ।
  • এইডস কী?
  • এইডসকে ঘাতক রোগ বলা হয় কেন?
  • এইডস রোগের কারণ, লক্ষণ ও প্রতিরোধের উপায় বর্ণনা কর।
error: Content is protected !!