টেলকম পাউডারের মূল উপাদানসমূহের বৈশিষ্ট্য

টেলকম পাউডারের মূল উপাদান হলো ট্যালক। ট্যালক হলো ম্যাগনেসিয়াম সিলিকেট যার সংকেত Mg3Si4O10(OH)2; এটি প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে নরম খনিজ কঠিন পদার্থ। একে ছুরি দিয়ে কাঁটা যায়। এর আপেক্ষিক গুরুত্ব 2.5 – 2.8 । এটি পানিতে অদ্রবণীয় হলেও খনিজ এসিডে সামান্য দ্রবণীয়। এটি কভারিং এজেন্ট ও ত্বকের কোমলতা বৃদ্ধিকারক হিসেবে কাজ করে।

error: Content is protected !!