মশারা অন্ধকারেও আমাদের খুঁজে পায় কেমন করে?

আমাদের দেহের এক বিশেষ গন্ধ আছে। মশারা তাই তাদের চোখের উপর নির্ভর না করে তাদের অ্যান্টেনা বা শুঁড় দিয়ে সেই গন্ধ চিনে নেয়। এটা হলো তাদের কাছে এক রাসায়নিক সিগন্যাল। যা হাওয়ায় ভাসে। মশারা অন্ধকার, স্যাঁতস্যাঁতে আবহাওয়া, গরম ইত্যাদিতে বেশি আকৃষ্ট হয়।আমাদের দেহে বিপাকক্রিয়া যতদিন চলবে, ততদিনই সতেজ চামড়া থেকে পাঠানো মশাদের জন্য ঐ রাসায়নিক সিগন্যালকে দমন করা যাবে না। আর মশারা কামড়াবেই। এমনকি ঘন অন্ধকারেও।

error: Content is protected !!