ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ রোগ কি?

ডিমেনশিয়া শব্দের মাধ্যমে একগুচ্ছ লক্ষণের বিবরণ দেয়া হয় যার ভেতরে আছে স্মরণশক্তি লোপ পাওয়া, ভাষা এবং যুক্তির ক্ষেত্রে সমস্যা দেখা দেয়া, মেজাজ ও আচরণে পরিবর্তন আসা। ডিমেনশিয়া রোগ এমন নয় যে বার্ধক্যের জন্য বা বেশি বয়স হলে এটা হবেই কিংবা এমনও নয় যে সব লোকেরই ডিমেনশিয়া হবে। আর উপযুক্ত সহায়তা পেলে ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ রোগ নিয়েও একজন মানুষ ভালোভাবে বেঁচে থাকতে পারেন।

error: Content is protected !!