পরিমাণগত রসায়ন | HSC রসায়ন দ্বিতীয় পত্র Notes

প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

যেসব কঠিন রাসায়নিক পদার্থ বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, বায়ুর সংস্পর্শে অপরিবর্তিত থাকে অর্থাৎ বায়ুস্থ CO2, O2 ও জলীয় বাষ্প দ্বারা আক্রান্ত হয় না, রাসায়নিক নিক্তিতে সঠিকভাবে ভর মেপে প্রমাণ দ্রবণ প্রস্তুত করা যায় এবং প্রস্তুত প্রমাণ দ্রবণের ঘনমাত্রা অনেকদিন পর্যন্ত অপরিবর্তিত থাকে, তাদেরকে প্রাইমারী স্ট্যান্ডার্ড পদার্থ বলে।

দর্শক আয়ন কী?

জলীয় দ্রবণে যে আয়নগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না সেগুলোই দর্শক আয়ন।

প্রমাণ দ্রবণ কী?

প্রমাণ দ্রবণ হলো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবের নির্দিষ্ট পরিমাণ যুক্ত দ্রবণ।

ppm কী?

প্রতিলিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের যত মিলিগ্রাম দ্রবীভূত থাকে তাই ঐ দ্রবণের ppm।

জারণ সংখ্যা কী?

কোনো যৌগে কোনো মৌলের একটি পরমাণু যতটি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে ইলেকট্রনের ঐ সংখ্যাকে উক্ত মৌলের জারণ সংখ্যা বলা হয়।

কার্বোক্যাটায়ন কী?

ধনাত্মক চার্জবিশিষ্ট কার্বন পরমাণু সংবলিত জৈব আয়নই কার্বোক্যাটায়ন।

মোলারিটি কাকে বলে?

নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের গ্রাম আণবিক ভর বা মোল সংখ্যাকে ঐ দ্রবণের মোলারিটি বা মোলার ঘনমাত্রা বলে।

ল্যাম্বার্টের সূত্রটি লিখ।

ল্যাম্বার্টের সূত্রটি হলো, “কোনো স্বচ্ছ মাধ্যমের মধ্যদিয়ে কোনো নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যবিশিষ্ট একবর্ণী আলোক রশ্মি প্রবাহিত করলে মাধ্যমের পুরুত্বের সাথে আলোকের তীব্রতার হ্রাসের হার আলোকের তীব্রতার সমানুপাতিক”।

রিডক্স বিক্রিয়া কাকে বলে?

ইলেকট্রনীয় মতবাদ অনুসারে, যে বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন থেকে এক বা একাধিক ইলেকট্রনের অপসারণ ঘটে তাকে জারণ এবং যে বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলে। জারণ ও বিজারণ বিক্রিয়াকে একসাথে জারণ-বিজারণ বা রিডক্স বিক্রিয়া বলে।

5% (W/V) HCl দ্রবণ কী?

100 mL দ্রবণে 5g HCl দ্রবীভূত থাকলে ঐ দ্রবণের ঘনমাত্রা 5% (W/V) হয়, এ দ্রবণকেই 5% (W/V) HCl দ্রবণ বলা হয়।

টাইট্রেশন কী?

অজানা ঘনমাত্রার কোনো দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের লক্ষে উক্ত দ্রবণের কত আয়তনের সাথে কোনো প্রমাণ দ্রবণের কত আয়তন ঠিক ঠিক বিক্রিয়া করতে পারে তা নির্ণয় করার পরীক্ষা কর্মই হচ্ছে টাইট্রেশন।

চাপ পরিমাপক যন্ত্রের নাম কী?

চাপ পরিমাপক যন্ত্রের নাম ব্যারোমিটার।

ppmv এর পূর্ণরূপ কী?

ppmv এর পূর্ণরূপ হলো parts per million by volume.

HCl এসিডের তুল্য ভর কত?

HCl এসিডের তুল্য ভর 36.5

Fe2O3 এর অম্লত্ব কত?

Fe2O3 এর অম্লত্ব 6।

error: Content is protected !!