যশোরের দুঃখ বা মরণফাঁদ হিসেবে পরিচিত ভবদহ বিল। যশোহরের মণিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলা নিয়ে ভবদহ এলাকা গঠিত। মৌলভীবাজার জেলাধীন সদর উপজেলার কিয়দংশ এবং শ্রীমঙ্গল উপজেলার বৃহদাংশ নিয়ে বিস্তৃত হাইল হাওর, যা মৎস্য ও প্রাকৃতিক সম্পদের অফুরন্ত ভাণ্ডার হিসেবে সুপরিচিত। আড়িয়াল বিল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে অবস্থিত।
যশোর জেলায় অবস্থিত বিল-
ক) হাইল
খ) পাথরচাওলি
গ) ভবদহ
ঘ) আড়িয়াল
সঠিক উত্তর : গ) ভবদহ