১৯ মে ২০১২ তারিখে কোন বাংলাদেশী এভারেস্ট জয় করেন?

বাংলাদেশের পক্ষে প্রথম নারী হিসেবে নিশাত মজুমদার ‘মাউন্ট এভারেস্ট’ জয় করেন ২০১২ সালের ১৯ মে এবং দ্বিতীয় নারী হিসেবে ‘এভারেস্ট’ জয় করেন ওয়াসফিয়া নাজরীন একই সালের ২৬ মে। এছাড়া ওয়াসফিয়া নাজনীন সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ (সেভেন সামিট) জয়ী প্রথম বাংলাদেশি। প্রথম বাংলাদেশি এভারেস্ট জয়ী হলেন মুসা ইব্রাহীম (২৪ মে ২০১০)। অন্যদিকে এম এ মুহিত হলেন প্রথম বাংলাদেশি যিনি দুবার এভারেস্ট চূড়া জয় করেন।

১৯ মে ২০১২ তারিখে কোন বাংলাদেশী এভারেস্ট জয় করেন?
ক) ওয়াসফিয়া নাজনীন
খ) মুসা ইব্রাহিম
গ) এম.এ মুহিত
ঘ) নিশাত মজুমদার

সঠিক উত্তর : ঘ) নিশাত মজুমদার

error: Content is protected !!