সাম্য বল কাকে বলে?

কোনো বস্তুর উপর যে বলের ক্রিয়ায় সাম্যাবস্থা সৃষ্টি হয়, তাদেরকে সাম্য বল বলে। একাধিক বল কোনো বস্তুর উপর ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয় অর্থাৎ বস্তুটির কোনো ত্বরণ না হয়, তখন আমরা বলি বস্তুটি সাম্যাবস্থায় আছে। আর যে বলগুলো এ সাম্যাবস্থায় তৈরি করে তাদেরকে সাম্য বল বলে।

সাম্য বল
error: Content is protected !!