ক) লাসাই
খ) গারো
গ) কেওক্রাডাং
ঘ) জয়ন্তিকা
সঠিক উত্তর: খ) গারো
ব্যাখ্যা: বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়ার নাম গারো। গারো পাহাড় ভারতের মেঘালয় রাজ্যের গারো – খাসিয়া পর্বতমালার একটি অংশ। এর কিছু অংশ ভারতের অসম রাজ্য ও বাংলাদেশের শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায় অবস্থিত এটা বাংলাদেশের সব থেকে বড় পাহাড়। এছাড়া ময়মনসিংহ ও সুনামগঞ্জ জেলায় এর কিছু অংশ আছে। গারো পাহাড় এর বিস্তৃতি প্রায় ৮০০০ বর্গ কিলোমিটার। গারো পাহাড়েই মেঘালয় রাজ্যের রাজধানী শিলং অবস্থিত। তবে গারো পাহাড়ের প্রধান শহর তুরা। এই শহরটি পাহাড়ের পশ্চিম প্রান্তে অবস্থিত।