ত্রিভুজ কাকে বলে? কত প্রকার ও কী কী?

ত্রিভুজ কাকে বলে?

ত্রিভুজ হল একটি বহুভুজ যার তিনটি বাহু এবং তিনটি কোণ থাকে। একে জ্যামিতির সবচেয়ে মৌলিক আকার বলা হয়। তিনটি অসমরেখ বিন্দুকে যোগ করলে যে আকার তৈরি হয়, তাকেই ত্রিভুজ বলে।

ত্রিভুজ কাকে বলে?

ত্রিভুজের প্রকারভেদ

ত্রিভুজকে বিভিন্ন ভাবে শ্রেণিবদ্ধ করা যায়। সাধারণত, তাদের বাহু ও কোণের পরিমাপের ভিত্তিতে শ্রেণিবদ্ধ করা হয়।

বাহুর দৈর্ঘ্যের ভিত্তিতে

  • সমবাহু ত্রিভুজ: এই ত্রিভুজের তিনটি বাহুই সমান দৈর্ঘ্যের হয়।
  • সমদ্বিবাহু ত্রিভুজ: এই ত্রিভুজের দুটি বাহু সমান দৈর্ঘ্যের হয়।
  • বিষমবাহু ত্রিভুজ: এই ত্রিভুজের তিনটি বাহুই আলাদা আলাদা দৈর্ঘ্যের হয়।

কোণের পরিমাপের ভিত্তিতে

  • সমকোণী ত্রিভুজ: এই ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয়।
  • ন্যূনকোণী ত্রিভুজ: এই ত্রিভুজের তিনটি কোণই 90 ডিগ্রি-র চেয়ে ছোট হয়।
  • অধিককোণী ত্রিভুজ: এই ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি-র চেয়ে বড় হয়।

উদাহরণস্বরূপ:

  • সমবাহু ও ন্যূনকোণী ত্রিভুজ: একটি ত্রিভুজ যার তিনটি বাহু সমান এবং তিনটি কোণই 60 ডিগ্রি।
  • সমদ্বিবাহু ও সমকোণী ত্রিভুজ: একটি ত্রিভুজ যার দুটি বাহু সমান এবং একটি কোণ 90 ডিগ্রি।
  • বিষমবাহু ও অধিককোণী ত্রিভুজ: একটি ত্রিভুজ যার তিনটি বাহু আলাদা আলাদা দৈর্ঘ্যের এবং একটি কোণ 90 ডিগ্রি-র চেয়ে বড়।

error: Content is protected !!