কোনটি সার্থক বাক্যের গুণ নয়?

ক) আকাঙ্ক্ষা
খ) যোগ্যতা
গ) আসক্তি
ঘ) আসত্তি

সঠিক উত্তর: গ) আসক্তি

ব্যাখ্যাঃ একটি সার্থক বাক্যের তিনটি বৈশিষ্ট্য থাকবে। যথাঃ

১. আকাঙ্ক্ষাঃ বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য বাক্যে ব্যবহৃত একটি পদের পর অন্যপদ শোনার যে আগ্রহ জাগে তাকে আকাঙ্ক্ষা বলে।

২. আসত্তিঃ বাক্যে ব্যবহৃত পদগুলোর মাঝে অর্থের সঙ্গতি বা মিল রাখার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকেই বলা হয় আসত্তি।

৩. যোগ্যতাঃ বাক্যে ব্যবহৃত পদগুলোর অর্থগত ও ভাবগত মেলবন্ধনের নাম যোগ্যতা।

error: Content is protected !!