কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি উপাধি দেন কে?

১৯২২ সালের ২২ অক্টোবর, ধূমকেতু পত্রিকার প্রথম সংখ্যায় প্রকাশিত “বিদ্রোহী” কবিতাটি প্রকাশের পর প্রমথ চৌধুরী কাজী নজরুলকে বিদ্রোহী কবি উপাধি দেন।

আরেকটি তথ্য পাওয়া যায়-

কাজী নজরুল ইসলাম একজন বাঙালী কবি ও গান রচয়িতা। ভারতবর্ষ যখন ইংরেজদের সঙ্গে স্বাধীনতার জন্য লড়াই করছে তখন 1921 সালে গান্ধীজীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন চলছে। সেই সময় অসহযোগ আন্দোলনে যোগ দেওয়ার জন্য অনেক ভারতীয়কে কারাগারে বন্দী করা হয়। সাথে কাজী নজরুল ইসলামকেও করা হয়। তখন ১৯২১ সালে জেলে বসে তিনি “বিদ্রোহী” নামে একটি বিখ্যাত কবিতা লেখেন। তাই তার নাম হয় বিদ্রোহী কবি।

error: Content is protected !!