এশার নামাজ ৯ রাকাত কি কি?

এশার নামাজ ফরজ ৪ রাকাত, বিতের ৩ রাকাত এবং ২ রাকাত সুন্নতে মুয়াক্কাদা এই ৯ রাকাত। এটা নারী পুরুষ সবার জন্য-ই প্রযোজ্য। যদি কেউ ফরজের আগের ৪ রাকাত সুন্নতে যায়েদা আদায় না করে তাতে অপরাধ নেই। করলে অতিরিক্ত সওগাত সে পাবে। শারীরিকভাবে সুস্থ্যদের জন্য আদায় করাই উত্তম।

error: Content is protected !!