মোনাডনক ও ইনসেলবার্জ এর মধ্যে পার্থক্য নিম্নরূপ-
| বিষয় | মোনাডনক | ইনসেলবার্জ |
|---|---|---|
| ১. ধারণা | তরঙ্গায়িত পাথুরে ভূমি বা সমপ্রায় ভূমির মাঝে অবস্থিত কঠিন শিলাগঠিত অনুচ্চ টিলা বা পাহাড় হলো মোনাডনক। | ধু-ধু মরুভূমির মাঝে দ্বীপের মতো বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে থাকা কঠিন শিলাগঠিত অনুচ্চ টিলাকে ইনসেলবার্জ বলে। |
| ২. সৃষ্টি | এটি নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়। | এটি বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়। |
| ৩. আকৃতি | এটি দেখতে অনেকটা ওলটানো গামলার মতো অর্থাৎ উপরিভাগ গোলাকার হলেও পার্শ্বদেশ বেশি খাড়া হয় না। | এর শিখরদেশ কিছুটা গোলাকার হলেও পার্শ্বদেশ খাড়াই হয়। |
| ৪. জলবায়ু | এটি আর্দ্র জলবায়ুতে গঠিত হয়। | এটি শুষ্ক মরু ও মরু প্রায় জলবায়ুতে গড়ে ওঠে। |