মোনাডনক ও ইনসেলবার্জ এর মধ্যে পার্থক্য

মোনাডনক ও ইনসেলবার্জ এর মধ্যে পার্থক্য নিম্নরূপ-

বিষয়মোনাডনকইনসেলবার্জ
১. ধারণাতরঙ্গায়িত পাথুরে ভূমি বা সমপ্রায় ভূমির মাঝে অবস্থিত কঠিন শিলাগঠিত অনুচ্চ টিলা বা পাহাড় হলো মোনাডনক।ধু-ধু মরুভূমির মাঝে দ্বীপের মতো বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে থাকা কঠিন শিলাগঠিত অনুচ্চ টিলাকে ইনসেলবার্জ বলে।
২. সৃষ্টিএটি নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়।এটি বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়।
৩. আকৃতিএটি দেখতে অনেকটা ওলটানো গামলার মতো অর্থাৎ উপরিভাগ গোলাকার হলেও পার্শ্বদেশ বেশি খাড়া হয় না।এর শিখরদেশ কিছুটা গোলাকার হলেও পার্শ্বদেশ খাড়াই হয়।
৪. জলবায়ুএটি আর্দ্র জলবায়ুতে গঠিত হয়।এটি শুষ্ক মরু ও মরু প্রায় জলবায়ুতে গড়ে ওঠে।
error: Content is protected !!