সংশ্লেষ ও নির্ভরণ এর মধ্যে পার্থক্য

সংশ্লেষ ও নির্ভরণ এর মধ্যে পার্থক্য নিম্নরূপ-

সংশ্লেষনির্ভরণ
১. সংশ্লেষ এর মাধ্যমে দুই বা ততোধিক চলকের কোন সম্পর্ক আছে কিনা তাকে বুঝায়।১. দুই বা ততোধিক স্বাধীন চলকের জন্য নির্ভরশীল চলকের গড় মান নির্ণয় করা বুঝায়।
২. সংশ্লেষ এ চলক সমূহের সম্পর্কের কারণ ও প্রভাব বিশ্লেষণ করা যায় না।২. নির্ভরণের প্রধান কাজ হলো সম্পর্কের কারণ ও প্রভাব বিশ্লেষণ করা।
৩. সংশ্লেষ এ স্বাধীন চলক ও নির্ভরশীল চলকের ধারণা নেই।৩. নির্ভরণে যে চলক প্রভাবিত হয় তাকে নির্ভরশীল চলক বলে। বাকি চলকগুলো স্বাধীন চলক।
৪. rxy ও ryx নির্ণয় করলে একই মান পাওয়া যায়।৪. নির্ভরণের ক্ষেত্রে নির্ভরাংক bxy≠byx
৫. সংশ্লেষাঙ্কের মান সর্বদা -১ ও +১ এর মধ্যে অবস্থিত।৫. নির্ভরাঙ্কের মান -α থেকে +α এর মধ্যে সীমাবদ্ধ।
৬. সংশ্লেষ এর ক্ষেত্রে প্রত্যেকটি চলকই দৈব বিবেচনা করা হয়।৬. নির্ভরণের ক্ষেত্রে শুধু মান নির্ভরশীল চলক দৈব চলক হিসাবে বিবেচিত।
error: Content is protected !!