র্যাম (RAM) ও রম (ROM) এর মধ্যে পার্থক্য নিম্নরূপ-
| র্যাম (RAM) | রম (ROM) |
|---|---|
| ১. র্যামে অস্থায়ীভাবে ডাটা পঠন ও লিখন সম্ভব। | ১. সাধারণত রমে স্থায়ীভাবে ডাটা সংরক্ষণ করা হয়। |
| ২. র্যাম উদ্বায়ী মেমোরি; অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে র্যামে সংরক্ষিত ডাটা মুছে যায়। | ২. রম উদ্বায়ী মেমোরি নয়; অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলেও রমে সংরক্ষিত ডাটা মুছে যায় না। |
| ৩. চলমান প্রোগ্রাম এর পুনঃ পুনঃ পরিবর্তনশীল ডাটা র্যামে সংরক্ষণ করা হয়। | ৩. সহজে পরিবর্তনের প্রয়োজনে না এমন ডাটা ও প্রোগ্রাম রমে সংরক্ষণ করা হয়। |
| ৪. র্যামে কোনো ধরনের প্রোগ্রাম দেয়া থাকে না। | ৪. রম সাধারণত তৈরির সময় প্রোগ্রাম করা হয়ে থাকে যা ফর্মওয়্যার নামের পরিচিত। |
| ৫. র্যামের ধারণ ক্ষমতার উপর কম্পিউটারের কাজের গতি নির্ভর করে। প্রয়োজনে অতিরিক্ত র্যাম চিপ সংযোজন করে ধারণ ক্ষমতা বৃদ্ধি করা যায়। | ৫. রমের ধারণ ক্ষমতার উপর কম্পিউটারের কাজের ক্ষমতা নির্ভরশীল নয় এবং অতিরিক্ত রম চিপ সংযোজন করা যায় না। |