অ্যালগরিদম ও ফ্লোচার্ট এর মধ্যে পার্থক্য

অ্যালগরিদম ও ফ্লোচার্ট এর মধ্যে পার্থক্য নিম্নরূপ-

নংঅ্যালগরিদমফ্লোচার্ট
 ১কোনো কাজ সম্পাদনের ক্ষেত্রে কতকগুলো যৌক্তিক সিদ্ধান্তের মাধ্যমে পর্যায়ক্রমে কাজ সম্পাদনের পরিকল্পনাকেই অ্যালগরিদম বলে।যে চিত্রের মাধ্যমে কোনো সিস্টেম বা প্রোগ্রাম কিভাবে কাজ করবে তার গতিধারা নির্দেশ করাকে ফ্লোচার্ট বা প্রবাহচিত্র বলে।
 ২এটির নির্দিষ্ট কোনো নিয়ম না মানলেও চলে।এটি কতকগুলো স্ট্যান্ডার্ড প্রতীকের মাধ্যমে প্রোগ্রামের পরিকল্পনা করতে হয়।
 ৩এটি বর্ণনা নির্ভর।এটি চিত্র নির্ভর।
 ৪এতে প্রোগ্রাম বুঝতে বেশি সময় লাগে।এতে প্রোগ্রাম বুঝতে কম সময় লাগে।
 ৫এর সাহায্যে প্রোগ্রামের ভুলত্রুটি সহজে সংশোধন করা যায় না।এর সাহায্যে প্রোগ্রামের ভুলত্রুটি সহজে সংশোধন করা যায়।
error: Content is protected !!