হুইটস্টোন ব্রীজ নীতি কি?

চারটি রোধ পরপর শ্রেণিবদ্ধভাবে যদি এমনভাবে সাজানো হয় যে, প্রথমটির প্রথম প্রান্তের সাথে শেষটির শেষ প্রান্ত মিলে একটি বদ্ধ বর্তনী তৈরি হয় এবং যেকোনো দুটি রোধের সংযোগস্থল ও অপর দুটি রোধের সংযোগস্থলের মধ্যে একটি কোষ ও অন্য দুটি সংযোগস্থলের মধ্যে একটি গ্যালভানোমিটার যুক্ত থাকে তবে সেই বর্তনীকে হুইটস্টোন ব্রীজ বলে এবং এই ব্রীজ গ্যালভানোমিটারের বিক্ষেপবিহীন অবস্থায় যে নীতি মেনে চলে তাকে হুইটস্টোন ব্রীজ নীতি বলে।

error: Content is protected !!