বায়োপলিমার কি?

যে সকল পলিমার সূর্যের আলোতে বিযোজিত হয় এবং পরবর্তীতে প্রাকৃতিকভাবে ব্যাকটেরিয়া জীবাণু দ্বারা বিযোজিত হয়, সে সকল পলিমারকে বায়োপলিমার বলে।

যেসব কৃত্রিম পলিমার সূর্যের আলো এবং ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয়, সেসব পলিমারকে বায়োপলিমার বলে। যেমন : স্টার্চ, সেলুলোজ, প্রোটিন, নিউক্লিক এসিড ইত্যাদি।

বায়োপলিমার ব্যবহার করা উচিত কেন?

আমরা সাধারণত যে পলিথিন ও প্লাস্টিক সামগ্রি ব্যবহার করি তা পচনশীল নয়। অর্থাৎ ব্যাকটেরিয়া দ্বারা সহজে বিয়োজিত হয় না। ফলে এগুলি পরিবেশ তথা মাটিকে দূষিত করে। অপরপক্ষে বায়োপলিমার ইক্ষু ও ভুট্টা থেকে তৈরি হয়। এগুলো ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয় ফলে এগুলো ব্যবহার করলে পরিবেশের দূষণ কম হবে। এই কারণে আমাদের বায়োপলিমার ব্যবহারা করা উচিত।

error: Content is protected !!