কক্ষ তাপমাত্রায় যে পদার্থের ফেরোচৌম্বক ধর্ম দীর্ঘস্থায়ী হয় উক্ত পদার্থের চুম্বককে স্থায়ী চুম্বক বলে।
অথবা,
কোনো ফেরোচৌম্বক পদার্থকে চুম্বকে পরিণত করার পর চুম্বকায়ন শক্তি অপসারণ করলেও যদি চুম্বকত্ব দীর্ঘস্থায়ী হয় তবে ঐ চুম্বককে স্থায়ী চুম্বক বলে।
ব্যবহারঃ
যে সকল যন্ত্রে শক্তিশালী চুম্বকের প্রয়োজন হয়, ব্যবহারকালে যাতে চুম্বকত্বের পরিবর্তন না ঘটে, সেই সকল যন্ত্রে স্থায়ী চুম্বক ব্যবহার করা হয়। যেমন- জেনারেটর, বৈদ্যুতিক মোটর ইত্যাদি তৈরি করতে ক্ষেত্র চুম্বক হিসেবে স্থায়ী চুম্বক ব্যবহার করা হয়। কম্পিউটারের স্মৃতি ফিতায়, অ্যান্টেনা, লাউড স্পিকার ইত্যাদিতে স্থায়ী চুম্বক ব্যবহার করা হয়ে থাকে।