ফ্লেমিং এর বাম হস্ত সূত্র

বাম হাতের তর্জনী, মধ্যমা ও বৃদ্ধঙ্গুলী পরস্পর সমকোণে প্রসারিত করে তর্জনীকে চৌম্বক ক্ষেত্রের অভিমুখে এবং মধ্যমাকে প্রবাহের অভিমুখ স্থাপন কর বৃদ্ধঙ্গুলী পরিবাহীর ওপর প্রযুক্ত বলের অভিমুখতা পরিবাহীর গতির বা বিক্ষেপের দিকে নির্দেশ করে।

error: Content is protected !!