আকাশ নীল দেখায় কেন?

বিক্ষেপণের পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্যের উপর চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণের বিক্ষেপণের অধিক হয়। সূর্যের সাদা আলোক যখন বায়ুমন্ডল অতিক্রম করে তখন বেগুনি, নীল, আসমানি প্রভৃতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণগুলো বায়ুর অণু এবং বায়ুতে ভাসমান ধূলিকণা কর্তৃক অধিক পরিমাণে বিচ্ছুরিত হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আমাদের চোখ নীল আলোর প্রতি অধিক সংবেদনশীল বলে আকাশ হতে বিক্ষিপ্ত আলো চোখে পৌঁছালে নীল বর্ণের আধিক্য হয়। তাই আকাশ নীল দেখায়।

error: Content is protected !!