আলোর সমবর্তন কি? আলোর সমবর্তন এর ব্যবহার

আলোর সমবর্তন কি?

যে প্রক্রিয়ায় কোনো আলোকের তড়িৎক্ষেত্র একটি নির্দিষ্ট দিকে বা এর সমান্তরাল বরাবর কম্পনক্ষম করা যায় তাকে সমবর্তন বলে।

আলোর সমবর্তন ঘটানোর উপায়

  • টুরমালিন কেলাস: টুরমালিন কেলাস হল একটি খনিজ যা আলোর সমবর্তন ঘটায়। টুরমালিন কেলাসের মধ্য দিয়ে যাওয়া আলো একদিকে পোলারাইজড হয়।
  • নিকল প্রিজম: নিকল প্রিজম হল একটি কাচের তৈরি প্রিজম যা আলোর সমবর্তন ঘটায়। নিকল প্রিজমের মধ্য দিয়ে যাওয়া আলো দুই ভাগে বিভক্ত হয়, যার একটি পোলারাইজড হয় এবং অন্যটি হয় না।
  • পোলারয়েড: পোলারয়েড হল একটি প্লাস্টিকের তৈরি ফিল্ম যা আলোর সমবর্তন ঘটায়। পোলারয়েডের মধ্য দিয়ে যাওয়া আলো একদিকে পোলারাইজড হয়।

আলোর সমবর্তন এর ব্যবহার

  • চিকিৎসাবিজ্ঞানে: আলোর সমবর্তন ব্যবহার করে চোখের রোগ নির্ণয় করা হয়।
  • ইলেকট্রনিক্সে: আলোর সমবর্তন ব্যবহার করে টেলিভিশন এবং কম্পিউটার মনিটরে চিত্র তৈরি করা হয়।
  • অপটিক্যাল ইঞ্জিনিয়ারিং: আলোর সমবর্তন ব্যবহার করে বিভিন্ন ধরনের অপটিক্যাল যন্ত্র তৈরি করা হয়।

আলোর সমবর্তন হল একটি গুরুত্বপূর্ণ আলোক বৈশিষ্ট্য যা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। 

error: Content is protected !!