ইনপুট ও আউটপুট ডিভাইস কি?

ইনপুট ইউনিট (Input Unit): যে যন্ত্র বা ডিভাইসের মাধ্যমে তথ্য বা নির্দেশনা ইনপুট বা প্রদান করা হয়, সেগুলােকে ইনপুট ডিভাইস বলা হয়। 
নিম্নে কতিপয় ইনপুট ডিভাইসের নাম উল্লেখ করা হলাে।

  • কী-বাের্ড (Keyboard)
  • মাউস (Mouse)
  • ট্রাকবল (Track Ball)
  • টাচস্ক্রিন (Touchscreen)
  • লাইটপেন (LightPen)
  • জয়স্টিক (Joy – stick)
  • ডিজিটাইজার (Digitizer) বা গ্রাফিক্স ট্যাবলেট (Graphics Tablet)
  • কলমভিত্তিক সিস্টেম (Pen Based System)
  • স্ক্যানার (Scanner)
  • এমআইসিআর (MICR)
  • ওএমআর (OMR)
  • ওসিআর (OCR)

আউটপুট ইউনিট (Output Unit): যে সকল যন্ত্রের সাহায্যে ফল পাওয়া যায়, সে সকল যন্ত্রকে আউটপুট ডিভাইস (Output Device) বলা হয়। 
বহুল ব্যবহৃত আউটপুট ডিভাইজগুলাে হলাে–

  • মনিটর (Monitor): সবচেয়ে বহুল ব্যবহৃত আউটপুট ডিভাইস।
  • প্রিন্টার (Printer)
  • প্রজেক্টর (Projector)
  • স্পিকার (Speaker)
  • হেডফোন (Head Phone)
  • প্লটার (Plotter)
  • ডিস্ক ড্রাইভ (Disk Drive)
  • মাইক্রোফিল্ম (Microfilm)
  • মাইক্রোচিপ (Microchip)
error: Content is protected !!