ডেস্কটপ কম্পিউটার কি?

ডেস্ক বা টেবিলের উপর রেখে যে মাইক্রোকম্পিউটার ব্যবহার করা যায় তাকে ডেস্কটপ কম্পিউটার বলে। ডেস্কটপ কম্পিউটার হচ্ছে একটি পার্সোনাল কম্পিউটার। ডেস্কটপ কম্পিউটারে সাধারনত মনিটর, কিবোর্ড, মাউস এবং একটি বাক্স থাকে। বাক্সে কম্পিউটারের মূল অংশগুলো থাকে যেমন: পাওয়ার সাপ্লাই, মাদারবোর্ড, হার্ডডিস্ক, অপটিক্যাল ড্রাইভ, ফ্লপি ড্রাইভ ইত্যাদি।
মাইক্রোপ্রসেসর আবিষ্কারের পর এ কম্পিউটারের যাত্রা শুরু। ১৯৮১ সালে আইবিএম প্রথম ডেস্কটপ কম্পিউটার বাজারে ছাড়ে। ৭০ এর দশকের পর থেকে প্রসেসরের অভূতপূর্ব উন্নতি ঘটে ফলে ডেস্কটপের আকৃতিতে আসে পরিবর্তন।
উদাহরণ : আইবিএম পার্সোনাল কম্পিউটার, অ্যাপল ইত্যাদি।

error: Content is protected !!