মুক্তিসেনাদের যুদ্ধ কৌশল প্রসঙ্গে বলতে গিয়ে দাদি আলোচ্য উক্তিটি করেছিলেন। পাকিস্তানি সেনারা সংখ্যায় বিপুল। রাস্তাঘাট সব স্থানে ছড়িয়ে থাকে পাকিস্তানি সেনারা। পাড়ায় তারা নিজেদের কর্তৃত্ব কায়েম করে। অন্যদিকে মুক্তিসেনারা সংখ্যায় কম। কিন্তু দাদি আশাবাদী একদিন মুক্তিসেনারা পাকিস্তানিদের হারিয়ে রাস্তাঘাটের দখল নেবে মুক্তিসেনারা সংখ্যায় কম হলেও তারা বনজঙ্গলে থেকে হঠাৎ আক্রমণ করে। আবার আক্রমণ শেষে উধাও হয়ে যায়। মিলিটারিরা তাদের খুঁজে পায় না। এই কৌশলের প্রসঙ্গে দাদি উক্তিটি করেছেন, যা প্রাসঙ্গিক।