রাক্ষসের গিলে খাওয়া এই মানুষগুলো একদিন দেখিস ঠিক ফিরে আসবে- কথাটি কতটুকু প্রাসঙ্গিক?

গল্পের দাদি চরিত্র কথাটি বলেছেন। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনারা যে সকল বাঙালিকে ধরে নিয়ে যেত তাদের আর কোনো খোঁজ পাওয়া যেত না। এই বিষয় ইঙ্গিত করে দাদি কথাটি বলেছেন।

এক সময়কার গমগম করা স্থান মুক্তিযুদ্ধের সময় ফাঁকা হয়ে যায়। পাকিস্তানি সেনারা ধরে নিয়ে যায় পাড়ার যুবকদের, তরুণদের। কারো ফেরার কোনো সংবাদ নেই। সেই যে জিপে করে কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না।

মাগরিবের পর সারা পাড়া নিঝুম হয়ে যায়। কোথাও আলো নেই। অথচ এখানে থাকে কয়েক হাজার মানুষ। থমথমে নিস্তব্ধ এই পরিবেশকে রাক্ষসপুরীর মতো মনে হয়। মনে হয় রাক্ষস যেন সমস্ত মানুষকে খেয়ে ফেলেছে। দাদি এই পরিস্থিতিতেও আশাবাদী। তিনি আশা রেখেছেন পাকিস্তানি বাহিনী যাদের ধরে নিয়ে গেছে তারা আবার ফিরে আসবে। দাদির এমন ভাবনা যা প্রশ্নোক্ত উক্তিতে ফুটে উঠেছে তা নিঃসন্দেহে প্রাসঙ্গিক।

error: Content is protected !!